চট্টগ্রাম সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। কর্মসূচিতে ছিল কেক কাটা, প্রাক্তন জেলা গর্ভনরদের সম্মাননা প্রদান, নতুন সদস্যদের শপথ গ্রহণ। ক্লাব সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলমের সভাপতিত্বে ও লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম, লায়ন সরদার মো. জুবায়ের, লায়ন সাবরিনা তারান্নুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লায়ন শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মুসতাক হোসাইন। অতিথি হিসেবে প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন এস এম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনছারী, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ। উপস্থিত ছিলেন লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন নূর মো. বাবু, লায়ন আনিসুল হক, লায়ন নিশাত ইমরান, লায়ন জুনায়েত রহমান রিফাত, লায়ন ফজলুল রহমান অপু, লিও ইরফান মোস্তফা, লিও মো. ফারুক, লিও শওকত, লিও আশিকুল আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, ৩৫ বছর ধরে নিরবচ্ছিন্ন সেবা কর্মে সেন্ট্রাল লায়ন্স ক্লাব যে উদাহরণ সৃষ্টি করেছে তা নতুনদের জন্য অনুকরণীয়। তাদের সেবা কার্যক্রম বাস্তবায়নে যুব সংগঠন লিও ক্লাব যে অনন্য ভূমিকা রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে।অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সভাপতিবৃন্দ, লিও ক্লাব নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দকে বিভিন্ন উপহার ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ান বাজার ওয়ার্ডে ভোটার তালিকার ছবি তোলার শেষ দিন আজ
পরবর্তী নিবন্ধপ্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগের অনুষ্ঠান