প্রধানমন্ত্রী যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন

রাউজানে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রাউজান পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের কথা বিবেচনা করে আবারও টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা। গত সোমবার তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসদরের গহিরায়। এ কর্মসূচিতে চার শতাধিক মানুষকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আনোয়ারুল ইসলাম, টিসিবি’র ডিলার স্বপন দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, জানে আলম জনি, নাঈমউদ্দিন খান চৌধুরী প্রমুখ। এই অনুষ্ঠান শেষে ফজলে করিম চৌধুরী উপজেলা পরিষদে ৫০ জন ক্যান্সার রোগীকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু
পরবর্তী নিবন্ধআইসক্রিম পাহাড়