প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষ হতে হবে

বিজিসি ট্রাস্ট ভার্সিটির অনুষ্ঠানে উপাচার্য

| বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ফ্যাকাল্টি অব ইসিই’র ডীন প্রফেসর ড. মশিউল হক। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাবরিনা জাহান মাঈশা ও বৃষ্টি রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সৌরভ বড়ুয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবদুল ওয়াহাব, বিদায়ী এবং নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মাহিনুর মেহজাবিন সুলতানা মাহি, আরমান ফেরদৌস অয়ন, ইরফাত মোহাম্মদ ফাহিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. নারায়ন বৈদ্য, প্রফেসর সৌমেন চক্রবর্তী, প্রফেসর ড. অনিন্দ্য কুমার নাথ, প্রফেসর মো. আবদুল হান্নান, প্রফেসর মো. ইমরান চৌধুরী, প্রফেসর ড. মো. জিয়া উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. নুরুল আবছার, মো. মঞ্জুর আলম, সামশুন নাহার সোমা, অভিজিৎ পাঠক, মুনমুন বিশ্বাস, ফেরদৌস আরা, শুভাশীষ ঘোষ, মো. আসাদুজ্জামান, মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আধুনিক পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির সাথে সবচেয়ে বেশি সংযোগ হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের ছাত্রছাত্রীদের। তাই ৪র্থ শিল্প বিপ্লবের মাধ্যমে উন্নত বিশ্বের দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাদেরকে দক্ষ হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক উদ্যোক্তা কর্মশালায় এশিয়ান গ্রুপের ডিএমডি
পরবর্তী নিবন্ধ‘ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে চট্টগ্রাম চেম্বারে চালু হয়েছে জাপান ডেস্ক’