প্রতিবন্ধী শিশুদের মাঝে ফারয ফাউন্ডেশনের পোশাক বিতরণ

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৭:৫৩ পূর্বাহ্ণ

মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেলী চৌধুরী বলেছেন, প্রতিবন্ধীরা চিরকালই সমাজে উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। অথচ তাদের সঙ্গে সদাচরণ, সাহায্যসহযোগিতা এবং অন্যদের চেয়ে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। বিপদআপদে সব সময় তাদের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব।

 

প্রতিবন্ধীরা স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি দিতে হবে। তিনি সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি গতকাল রোববার রৌফবাদস্থ মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে ফারয ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন

পোশাক বিতরলকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফিজিও থেরাপিস্ট মো. এনামুল হক, স্পীচ থেরাপিস্ট আবু বক্কর সিদ্দিক, স্কুল শিক্ষক মো. নবীর খান, আজিমুন ইসলাম তুষার, তৌহিদুল ইসলাম রাসেল, তাসলিমা আহম্মেদ, ফারহানা জসীম, নাসিমা আক্তার, মোতাহার হোসেন, আম্বিয়া খাতুন, মনোয়ারা বেগম, লাভলী আকতার, সামসুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চবির কর্মসূচি
পরবর্তী নিবন্ধচবিতে আদিবাসী সংস্কৃতি ও ভাষা বৈচিত্র্য উৎসব