প্রণয় কাব্য কথন

সংযুক্তা চৌধুরী বড়ুয়া | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ধূমকেতুর মতোই অতর্কিতে এলে

হৃদয়ের গভীরে, কে তুমি অ্যাডোনিস?

কলমের এলোমেলো খোঁচায়

যেন তোমাকেই খুঁজে ফিরি

আঁকিবুঁকি করি, তোমায় ইচ্ছে মতো

তুমি আমার কাব্যে থেকো

ছন্দে থেকো, সঙ্গে থেকো, অনুভূতিতে থেকো

তুমি থেকো হৃদয়ের ক্যানভাসে

আমার স্বপ্নে তোমার বিচরণ—-

মনের মাধূরী দিয়ে সাজাই

তোমার চলন, বলন, কথন

তুমি আমার ধ্যানে, জ্ঞানে

স্বপ্নের গ্রীক দেবতা

তোমায় নিয়েই রচনা করি, হৃদয়ে,মননে,শব্দে

প্রেমের যত কাব্য কথা

তোমার আবেশ মাখা কন্ঠস্বর“—-

আমি সম্মোহিত, মুগ্ধ, নিমগ্ন

আমি উজ্জীবিত, আলোড়িত, আন্দোলিত

ভাবাবেগে উদ্বেলিত হই

স্বপ্নে হই বিভোর!

পূর্ববর্তী নিবন্ধলাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা
পরবর্তী নিবন্ধগর্বিত বাবা