ভোরের আলোয় হলুদ সোনালি একাকার মাখামাখি।
চোখ ফেরাতেই দেখি তোমার হাসিটা শব্দহীন
অথচ ইতঃস্তত যেন ঘোরাঘুরি করে সারা মুখমণ্ডলে।
বৃষ্টি নেই তুমুল হাওয়া
রোদ নেই তুমুল হাওয়া
তুমুল হাওয়ায় ভিজতে ভিজতে ইত্যোবসরে
নিজেকেই আমি নিজেই পেরেছি ঠিক চিনতে।
সকালের সূর্যের ফোটা লাল গরিমা,সন্ধ্যায়
আবার দেখি ঘাসের গালিচায় বসে কিঞ্চিৎ তফাৎ।
আমার চোখের দূরে নীল আকাশের গায়
লেপ্টে আছে দৃষ্টি। অস্ত যাওয়া সূযের্র ফেলে যাওয়া
লাল আভায় মন কেড়ে নেয়।বেদনা বাড়ে মনের ভেতর,
ঘুমিয়ে থাকা স্মৃতি–দঃখগুলো জেগে ওঠে পাখা মেলে।
অন্ধকার ঘন হলে সব রঙ বেরঙ হয়,অন্ধকার বেড়ে যায়।