প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৫:২৮ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর ৮ম পৃষ্ঠায় ২১ মার্চ ‘আদালত চত্বরে নারীকে আইনজীবীর মারধর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী আতাউর রহমান। লিখিত প্রতিবাদে তিনি উল্লেখ করেছেন, ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও কোনোরূপ যাচাই বাছাই ছাড়া তথ্য উপাত্তবিহীন মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে যে সমস্ত আইনজীবীর ছবি ধারণ করা হয়েছে, সেখানেও তার ছবি নেই। নির্ভরযোগ্য তথ্য উপাত্তবিহীন এবং শুনা কথার রেফারেন্স টেনে এ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটি আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী, প্রত্যক্ষদর্শী ও জেলা আইনজীবী সমিতির সভাপতির বক্তব্য নিয়ে প্রকাশ করা হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করে দেওয়া আইনজীবী আতাউর রহমানের বক্তব্যও উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনার ধাক্কায় মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১০ লাখ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে দুই হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা