কক্সবাজারে দুই হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

নানান অনিয়ম

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

অপরিচ্ছন্নতা, ল্যাবে অভিজ্ঞ টেকনিশিয়ান না থাকাসহ নানান অনিয়মের অভিযোগে কক্সবাজারে সি সাইড ও ফুয়াদ আল খতীব হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, কক্সবাজার শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অনিয়মের দায়ে ফুয়াদ আল খতিব হাসপাতালকে ১ লাখ টাকা এবং সি সাইড হাসপাতালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় কক্সবাজার সিভিল সার্জন অভিযানে সহযোগিতা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধবিশেষ চাহিদা সম্পন্ন ৪০ এতিম শিশুর সারা বছরের দায়িত্ব নিয়েছে জুনিয়র চেম্বার চট্টগ্রাম