পোর্ট সিটি ভার্সিটি পুরকৌশল বিভাগের ‘প্র্যাক্টিকাল সার্ভেয়িং ক্যাম্পেইন’

| রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৯:২৩ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আধুনিক জরিপ পদ্ধতির সাথে পরিচয় করে দিতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগ আয়োজন করেছে দশ দিনব্যাপী ‘প্র্যাক্টিকাল সার্ভেয়িং ক্যাম্পেইন-স্প্রিং ২০২১’। কাল ৮ মার্চ চূড়ান্ত মুল্যায়নের মাধ্যমে শেষ হতে যাওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করছেন অভিজ্ঞ দুই জন শিক্ষক এবং ল্যাব সহযোগী। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষকদের নেতৃত্বে গত ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়া জরিপ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান। গৃহিত কার্যক্রম সম্পর্কে বিভাগের শিক্ষকরা জানান, বর্তমান সময়ে পুরকৌশল বিভাগের যে কয়টি ইঞ্জিনিয়ারিং বিষয়ের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাদের মধ্যে সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিং অন্যতম। এ প্রক্রিয়ার মাধ্যমে ভূ-উপরস্থ বা ভূ-নিম্নস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থান পরিমাপ এবং নির্ণয় করা হয় এবং এই মাপের ভিত্তিতে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়। এই প্রক্রিয়াটি আধুনিক পুরকৌশলে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদেরকে তত্ত্বীয় এবং ব্যবহারিক উভয়ভাবে এটির পাঠদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর স্প্রিং ট্রাইমিস্টারে এ ‘সার্ভেইং ক্যাম্পেইন’ এর আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আদর্শ শিক্ষক জাতি গঠনের কারিগর’
পরবর্তী নিবন্ধনাইট রাইডার সার্ভিসেস ও রূপালী ইন্স্যুরেন্সের চুক্তি