পেরুর বিক্ষোভে এক দিনে নিহত ১৭

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

আগাম নির্বাচন ও কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর মুক্তির দাবিতে গত কয়েক মাস থেকে অশান্ত দক্ষিণ আমেরিকার দেশ পেরু। তবে গত কয়েক দিন ধরে বিক্ষোভের উত্তাপ ক্রমশ বাড়ছে।

পেরুর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত মঙ্গলবার ১৭ জন নিহত হয়েছেন। চলমান বিক্ষোভ-আন্দোলনে গতকালই সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের মৃত্যু হয়েছে।

এদিকে একই দিনে আহত হয়েছেন আরও ৬৮ জন বিক্ষোভকারী। সরকারবিরোধী এই বিক্ষোভে এখন পর্যন্ত ৩৯ জনের প্রাণহানি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের মাঠে চারটি ম্যাচই জিততে চান ইরফান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৩৩ কোটি টাকা