সিএসইতে লেনদেন ১৩.৩৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৩.৩৩ কোটি টাকা। মোট ৩,৮৯২টি লেনদেনের মাধ্যমে মোট ২০.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩২৭.৭৯ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ১.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২০.৯৩-তে।

এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৮.৩৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১.৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯৩৩.৯০ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪২,৮৭০.৬৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৭,০৭৫.০৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৩টির। এর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

পূর্ববর্তী নিবন্ধপেরুর বিক্ষোভে এক দিনে নিহত ১৭
পরবর্তী নিবন্ধসোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার ওয়াগনার গ্রুপের