সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার ওয়াগনার গ্রুপের

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

পূর্ব ইউক্রেনের লবণখনির শহর সোলেদারের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠী ওয়াগনার গ্রুপ। কিন্তু এর আগে কিয়েভ দাবি করেছিল তাদের সেনারা শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যাচাই করতে পারেনি এবং তাদের ধারণা শহরটির কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হওয়া যুদ্ধের মিমাংসা বুধবার শেষ খবর পর্যন্ত হয়নি। খবর বিডিনিউজের।

সোলেদারের নিয়ন্ত্রণ নিতে পারলে তা রাশিয়ার জন্য সুবিধাজনক হবে। কারণ, রুশ বাহিনীর লক্ষ্য সোলেদারের কাছের শহর বাখমুত দখলে নেওয়া। আর বাখমুত দখলে নিতে পারলে সেটি হবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পথে রাশিয়ার জন্য বড় ধরনের অগ্রগতি।

রুশ বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, সোলেদারের পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে ওয়াগনার ইউনিট। শহরের কেন্দ্রস্থলে উত্তপ্ত পরিস্থিতিতে লড়াই চলছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৩৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবোলসোনারোর সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ