পাহাড়তলী ইঞ্জিন শেড থেকে মালামাল চুরি আটক দুই

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পাহাড়তলী রেলওয়ে ইঞ্জিন শেড থেকে রেলওয়ে ইঞ্জিনের পাঁচটি ট্রাকশন মোটর ক্যাবল চুরি করার সময় দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। গত রবিবার রাত সাড়ে ১০টায় চোরাই মালামালসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মাহবুব (২০) ও তাজুল ইসলাম (৬০)। ঘটনাস্থল থেকে আরো দুইজন পালিয়ে যায় বলে জানান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।পলাতকদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাহাড়তলী কারখানা চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক শিকদার জানান, ধৃত আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৪০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ অবৈধ দখল উদ্ধার আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আরএনবি এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ। তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন থেকে রেলের সম্পদ চুরির অপকর্মে জড়িত। রেলওয়ে বিভিন্ন এলাকায় রেল সম্পদ চুরি প্রতিরোধে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে চট্টগ্রাম বিভাগে রেল সম্পদ চুরির ঘটনা অনেক কম। এই অপকর্মে যারাই জড়িত হচ্ছে তারাই নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়ছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাস কবিতা উৎসব ২৫ নভেম্বর শিল্পকলায় শুরু
পরবর্তী নিবন্ধহিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মতবিনিময়