পাহাড়তলীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ফুটপাত ও রাস্তা দখল

| শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পাহাড়তলী থানা রোডের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত দখল করে পুরাতন লোহা ও মেশিনারী সামগ্রীর ব্যবসা করার দায়ে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে পলিথিনমুক্ত পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে পাহাড়তলী থানাধীন আবদুল আলী হাট কাঁচাবাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালিত হয়। এই সময় দুইটি দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করা হয় এবং পলিথিন ব্যাগ বর্জনের জন্য দোকান মালিক ও ক্রেতা সাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে স্বাস্থ্যখাতে ব্যক্তিগত ব্যয়বৃদ্ধির কারণ ও প্রতিকার প্রসংগে
পরবর্তী নিবন্ধসংশোধনী