‘পার্থ প্রতিম চৌধুরী ছিলেন শুদ্ধতম মানুষ’

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরী কেবল একজন শিক্ষক ছিলেন না। তিনি প্রকৃত অর্থেই একজন শুদ্ধতম মানুষ ছিলেন। গত শনিবার বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া শহীদ অধ্যাপক দিলীপ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি পার্থ প্রতিম চৌধুরীর মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ অধ্যাপক দিলীপ সংসদের সভাপতি সলিল প্রিয় ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক বাদল বরন বড়ুয়া। দিলীপ সংসদের সাধারণ সম্পাদক আবদুল আল নোমানের পরিচালনায় বক্তব্য দেন পার্থ প্রতিম চৌধুরীর পুত্রবধূ মোহনা দাশ, বোয়ালখালী আওয়ামী লীগের সাবেক সভাপতি আহামদ হোসেন, সাংবাদিক মুস্তফা নঈম, রোভার স্কাউটস চট্টগ্রামের কামাল উদ্দিন, সমাজকর্মী গোপাল দে, অ্যাডভোকেট আমজাদ হোসেন, শিক্ষক বাপন ভঞ্জ, তাপস ঘোষ, বিশ্বজিত বড়ুয়া ও জসিম উদ্দিন, মোহাম্মদ আলী, দীপক চৌধুরী, নুর মোহাম্মদ, ফেরদৌস আলম চৌধুরী, ডা. স্বপন কান্তি চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, প্রভাকর বড়ুয়া, সুখেন্দু চৌধুরী, বিপ্লব পাল, সাদ্দাম হোসেন, হাসিবুল ইসলাম বাচ্চু, রাজীব ঘোষ বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘জাটকা নিধন রোধে সকলকে সচেতন হতে হবে’
পরবর্তী নিবন্ধআজ নুরুল আলম শাহ’র ওরশ