‘জাটকা নিধন রোধে সকলকে সচেতন হতে হবে’

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী মধ্যম সরল এলাকায় ঢেবাপাড়া চর এলাকা মৎস্যজীবী ও মৎস্য আহরণকারী সমবায় সমিতির কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাসকিরা। সমবায় সমিতির অন্যান্য সদস্যরা হলেন, আশরাফুল ইসলাম, সভাপতি মুজিবুর রহমান, সদস্য মাওলানা আবদুল মালেক, হারুন অর রশীদ, স্থানীয় মহিলা মেম্বার মিনু আকতার, মো. ইউসুফ, নুরুল আমিন, মো. ফোরকান, হামিদুল হক, রিয়াজ উদ্দিন, ইউনুছ, মাহমুদুল হক, জামাল, ইসমাইল, ফোরকান হাজারী প্রমুখ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাসকিরা বলেন, সামুদ্রিক মূল্যবান মৎস্য সম্পদ জাটকা নিধন রোধকল্পে সকলকে সচেতন হতে হবে এবং সরকারি বিধিমালা মেনে মৎস্য আহরণ করতে হবে। ঢেবাপাড়া চর এলাকা মৎস্যজীবী ও মৎস্য আহরণকারীদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, অনুদান ও মৃত্যুদাবি ৫০ হাজার টাকা প্রদানের আশ্বাস প্রদান করেন। এই ধরনের সংগঠন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি তিনি ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির অভিষেক
পরবর্তী নিবন্ধ‘পার্থ প্রতিম চৌধুরী ছিলেন শুদ্ধতম মানুষ’