পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার নতুন সতর্কবার্তা

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

ইউক্রেনের চার অঞ্চলে গণভোট শেষের দিনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বকে ফের নতুন করে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ। রাশিয়ার পারমাণবিক হুমকি যে মোটেই ধাপ্পাবাজি নয় তা মঙ্গলবার আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষার অধিকার মস্কোর আছে। খবর বিডিনিউজের।
মেদভেদেভ বলেন, হুমকি মোকাবেলায় রাশিয়াকে জবাব দিতে হবে, যদি তাদেরকে সীমার বাইরে ঠেলে দেওয়া হয়। সতর্ক করে দিয়ে তিনি বলেন, খুব বেশি আলোচনা ছাড়াই রাশিয়ার প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে। এর মাত্র কয়েক দিন আগেই মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেন থেকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া নতুন এলাকাগুলো রক্ষায় যেকোনো অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এর মধ্যে থাকতে পারে পারমাণবিক অস্ত্রও। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনও একই ধরনের হুমকি দিয়েছিলেন। আর এখন বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলোতে গণভোট শেষের এই সময়ে সেগুলোর সুরক্ষায় ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার বিষয়টি ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বকে জানান দিতেই মেদভেদেভের ওই নতুন সতর্কবার্তা। তবে মেদভেদেভের এবারের সতর্কবার্তা আগেরবারের চেয়ে কিছুটা আলাদা। এবারে তিনি প্রথমবারের মতো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রসঙ্গ টেনে এনেছেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন সালমান
পরবর্তী নিবন্ধইসলামী গোষ্ঠী পিএফআই ভারতে ৫ বছরের জন্য নিষিদ্ধ