ইসলামী গোষ্ঠী পিএফআই ভারতে ৫ বছরের জন্য নিষিদ্ধ

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

ইসলামী গোষ্ঠী পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে বেআইনি সংঘ ঘোষণা করে তাদেরকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারত। গতকাল থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে তারা। খবর বিডিনিউজের। চলতি মাসের শুরুর দিকেই ভারতীয় কর্তৃপক্ষ গোষ্ঠীটির বিরুদ্ধে সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ড করার অভিযোগ আনে। মঙ্গলবারও তাদের ডজনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই পিএফআইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার খড়্‌গ নেমে এল। ইসলামী গোষ্ঠীটি তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে এবং নেতাকর্মীদের আটক ও তাদের বিরুদ্ধে একের পর এক অভিযানের প্রতিবাদে সড়কে বিক্ষোভও দেখিয়েছে।
পিএফআইয়ের পাশাপাশি অল ইন্ডিয়া ইমামস্‌ কাউন্সিল, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া, রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেনস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, ন্যাশনাল কনফারেন্স অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রেহাব ফাউন্ডেশনকেও (কেরালা) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার নতুন সতর্কবার্তা
পরবর্তী নিবন্ধঅভ্যুত্থান, গৃহবন্দি গুজব উড়িয়ে প্রকাশ্যে চীনের প্রেসিডেন্ট শি