পাতা ওল্টাতে গেলে

জোবায়দা আক্তার চৌধুরী | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

জিভে তর্জনী ছুঁইয়ে পাতা ওল্টাতে গেলে

ময়লা লাগে, লাগবেই

আমার পাতা উল্টানো থামে না

থামবে না

রোগ থেকে উঠে প্রতিবার

বাদুড়ের মতো ডানা ঝাপটাই আমি

আকাশ থেকে নীল এনে গায়ে মাখি

প্রতি ভোরে কেতলীতে চায়ের পানি বসাই

চুমুক দিয়ে চায়ের ফেনা খাই

তোমাদের আগুনে বাতাসে হাত পোড়াই।

পূর্ববর্তী নিবন্ধদূর থেকে যে ডাকে
পরবর্তী নিবন্ধ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের সম্ভাব্য গতিপ্রকৃতি এবং মাথাপিছু আয়ের হ্রাস-বৃদ্ধি