প্রিয়জন হেরে গেলে নিজেকেই পরাজিত ভাবি
নিজেকে হারিয়ে দিয়ে তার সুখে সুখনিদ্রা যাই
আমাদের আজকাল মনোময় হারজিত খেলা
এইভাবে ভেসে যায় জেনে-বুঝে জীবনের নিরুদ্দেশ ভেলা।
বাসা বোনা শেষে
খাবারের খোঁজে যায় পরিশ্রান্ত পাখিদম্পতি
বৃক্ষেরও খুশিভাব, কতোদিন একা থাকা যায়,
পাতাসংসারে!
পাতানো খেলায় মেতে দিনকাল মোটামুটি কাটে
উনুনের আঁচে সে-ও দিনদিন রাঙা হয়ে ওঠে
বয়স বাড়ে না কমে, আয়নায় ঘুরেফিরে দেখে
মন্দ কী, ভালো বাসা,গামলায় নিশিপদ্ম
নিরাপদ ভালোবাসা খেলা।
ছেঁড়া চিঠি গিলে খায় আগুনের উলসিত শিখা
আই-ফোন হাতে এলে পুরনো সেটের সাথে ভেঙে পড়ে
চুম্বনের শিহরিত দিন , ঝরাপাতা, মরা ফুল
আলিঙ্গন, উদ্দাম মিলনের স্মৃতি,
ঈষৎ শ্বেতাভ চুল, ঢেকে যায় গার্নিয়ার-রঙে।
মুখে হাসি, সুখিভাব, জমা হয় সংসারখেলা
বিগত রঙের দিন আজকাল সঙ মনে হয়
কখন উড়াল দেবে, পাখি ভাবে, সজীব পাতায়
বুনবে নতুন বাসা, বুকে বহে বসন্তবাতাস।