শেষ বলে কিছু নেই

সাথী দাশ | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৪৫ পূর্বাহ্ণ

সম্পর্কগুলো হালকা হয়,জটিল হয়,গুঁড়ো হয়,সময়ে
এক পা দু’পা চলে চলে সর্ম্পকটায় ভেঙ্গে ভেঙ্গে যায়।
আবার কখনো বা দেখি,বহুদিন কিংবা বহুবছর পর
হঠাৎ হয়তো আনন্দবার্তা,আনন্দকথা,এমনটাই হয়-
হতেই পারে নিশ্চিত।সমাজবাস্তবে অনেক দেখেছি
যাপিত জীবমের স্বাভাবিক মানুষের আনন্দ বসবাসে।

প্রতিদিন প্রতিরাত্রি প্রতিমুহূর্ত-ক্ষণ পেরিয়ে গেলেও
ফিরে ফিরে আসে।শেষ বলে কিছু নেই-এই সত্য বটে
যা শুধু মৃত্যুতেই অর্থগত দৃষ্টান্ত।আড়ষ্টতা মানুষকে
স্‌হবির করে রাখে।ভেতরগত আলস্য না কাটালে যে
জীবনটাই হয়ে যায় মূহ্যমান।অতঃপর আপেক্ষিক
স্বপ্ন-সুখ উদ্দামতা বাদ দিলেও বেঁচে থাকাটা অর্থহীন
শেষ বলে কিছু নেই,এই বোধ উপলব্ধি
মানুষকে মানুষের মতো বাঁচতে শেখায়।

পূর্ববর্তী নিবন্ধপাতাসংসার
পরবর্তী নিবন্ধঅপেক্ষার দীর্ঘশ্বাস