অপেক্ষার দীর্ঘশ্বাস

খুরশীদ আনোয়ার | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৪৬ পূর্বাহ্ণ

কাল এসো
তুমি এলে তোমাকে একটি অনিন্দ্য সুন্দর সকালের
কুয়াশা কুয়াশা নদী উপহার দেবো ;
যে নদী হাজার রজনীর বাহুলগ্ন থেকে
নিজেকে ছাড়িয়ে একা তোমারই অপেক্ষায়।

কাল এসো
কাল এলে তোমাকে একটি সুনাসন নির্জন দুপুর
দেবো। যে দুপুর মধ্য দিবসের ওপর দাঁড়িয়ে
ফুঁ দেবে দখিনের হাওয়া অবিন্যস্ত চুলের ওপর।

কাল এসো
যদি আসো,তোমাকে এ কবি পুরানো দিনের একলক্ষ
কমলা বিকেল দেবে
যে বিকেল ‘মুখোমুখি বসিবার’ দু’জনার ঠাঁই করে দেবে।

কাল এসো,
কাল এলে ধোঁয়াশা সন্ধায় আমাদের সব ক’টি
জানালায় বসে যাবে ঝকমকে তারা
জোনাকী জোনাকী প্রেম বিন্দু বিন্দু হয়ে ঝরে গিয়ে
আলোর প্লাবনে ভেসে যাবে আমাদের স্বাক্ষাতের পথ!

কাল এসো,
কাল এলে কালো রাত্রির চেয়েও অধিক একটি কালো রঙ
শয্যা দেবো। যে শয্যায় তুমি আর আমি দু’টুকরো
আলো হয়ে শুয়ে থাকবো অনন্তকাল

আর

একজন ইাতহাসবিদ আমাদের কলা দেখে বলবেন
এ কেমন আলোর ভাষ্কর্য……………….

পূর্ববর্তী নিবন্ধশেষ বলে কিছু নেই
পরবর্তী নিবন্ধবাণিজ্যে বস্তিতে লক্ষ্মী