পশ্চিম গুজরায় কৃষক সমাবেশ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

রাউজানের কোনো কৃষি জমি অনাবাদি রাখা যাবে না। যারা কৃষি জমি অনাবাদি রাখবে তাদের জমিতে প্রশাসন উদ্যোগ নিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে সমবায় সমিতি গঠন করে চাষাবাদের আওতায় আনা হবে।
গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার এই হুশিয়ারী দেন পশ্চিম গুজরা ইউনিয়নে এক কৃষক সমাবেশে। স্থানীয় ইউপি কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌর কৃষকলীগের সভাপতি আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ অভিযানে উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধনারী জাতি সুশিক্ষায় শিক্ষিত না হলে দেশ উন্নতি অর্জন করতে পারবে না