বিশেষ অভিযানে উখিয়ায় ১৯ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

উখিয়ার একটি ক্যাম্প থেকে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পলাতক ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয়।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ অভিযান চালানো হয়। অভিযানে উখিয়ার ১৪ নাম্বার হাকিমপাড়া ক্যাম্প থেকে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উল্লেখ্য, চলতি মাসে বিভিন্ন সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুইজন মাঝিসহ সাতজন নিহত হয়েছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন রুট আউট’ নামে এই অভিযান চলমান রয়েছে।এর আগে গত শুক্রবার মধ্যরাত থেকে উখিয়ার ৮ এপিবিএনের আওতাধীন ক্যাম্পে এ অভিযান শুরুর দিন ৪১ রোহিঙ্গাকে আটক করা হয়। তন্মধ্যে ২৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার নতুন সমন্বয়ক জয়
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় কৃষক সমাবেশ