পলোগ্রাউন্ডের জনসভা সফল করতে র‌্যালি, পথসভা ও আলোচনা সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

 

 

পলোগ্রাউন্ডের জনসভা সফল করতে চট্টগ্রামে শেষ মুহূর্তে নগরীর প্রতিটি অলিগলিরাজপথে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রস্তুতি সভা, পথসভা ও র‌্যালি বের করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদ : আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির আগমনকে স্বাগত জানিয়ে এবং জনসভাকে সফল করার লক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে এক পথসভা ও ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। পথসভা ও শোভাযাত্রায় রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। শোভাযাত্রাটি চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে লালদিঘি পাড়ে শেষ হয়। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন মো. এমরান, এইচ. এম. আলী আবরাহা, মো. নুরুল মোস্তফা সিকদার, রওশন আরা বেগম, সুরাইয়া খানমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন আল আজাদের সঞ্চালনায় জনসভার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা হেলাল উদ্দিন, আলী আকবর, জামাল ফারুকী, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, নাজিম উদ্দিন হায়দার, আবদুল মান্নান, আবদুল করিম ফোরকান, মো. ফোরকান, মো. আরিফ, এস এম আজিজ, কফিল উদ্দিন, আনম সেলিম, দিদারুল আলম পিংকু প্রমুখ।

সাবেক মেয়র এম মনজুর আলম : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আলম ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে চট্টগ্রামবাসী সকলকে দল মতের উর্ধ্বে থেকে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার আহ্বান জানিয়েছেন। এইচ এম ভবন অডিটরিয়ামে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক চেয়ারম্যান ও আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। আলোচনা করেন মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, লোকমান আলী প্রমুখ।

বন্দরপতেঙ্গাইপিজেড : প্রধানমন্ত্রীর জনসবা সফল করতে চট্টগ্রাম বন্দরপতেঙ্গাইপিজেড এলাকায় ট্রাকে করে প্রচারণা ও পথসভা করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য রোটারিয়ান হাজী মোহাম্মদ ইলিয়াছ। গতকাল ইপিজেড মোড় থেকে ট্রাকে করে এই প্রচারণা শুরু করেন আওয়ামীলীগ নেতা রোটারিয়ান হাজী মো. ইলিয়াছ। এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামীলীগের কার্যকারী সদস্য কামরুল ইসলাম ভুলু, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের সাবেক সভাপতি হাজী আবদুল গাফ্‌ফার সওদাগর, নগর যুবলীগের সাবেক সদস্য মো. আজম, ৩৯ নম্বর ওয়ার্ডের প্রবীণ নেতা আবদুল সালাম ভোলা, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন শাহীন, ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান ও মো. ইকবাল।

রেলওয়ে শ্রমিক লীগ : পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের মহাসমাবেশকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অরুণ কুমার দাস, সহসভাপতি শহীদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন প্রমুখ।

যুবলীগের আনন্দ শোভাযাত্রা : কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেলের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীতে এক আনন্দশোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর পুরাতন রেল স্টেশন চত্বর থেকে আনন্দশোভা যাত্রা শুরু হয়। বিভিন্ন রং বেরঙের ব্যানার পোস্টারফেস্টুন সম্বলিত আনন্দশোভা যাত্রাটি রিয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর দারুল ফজল মার্কেটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে শেষ হয়। হেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাইফুদ্দিন আহমেদ ও মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদের পরিচালনায় অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন, জাাবেদ খান, মাজহারুল নোমান খান, লায়ন্স আলমগীর আলম, মনছুরুল আমিন রিয়াদ, সৈয়দ শওকত হোসেন, এনামুল হক মিলন, হাবিবুর রহমান তারেক, মোসলেহ উদ্দীন আহমেদ শিবলী, মোঃ সালাউদ্দিন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পটিয়া পৌরসভা : পটিয়া প্রতিনিধি জানান, ৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পটিয়া পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুলের নেতৃত্বে র‌্যালিটি চট্টগ্রামকঙবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, মাইনুদ্দিন হাসান চৌধুরী, রুপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, শফিউল আলম, শেখ সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, সরওয়ার কামাল রাজীব, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াসমিন আক্তার চৌধুরী, ফেরদৌস বেগম।

২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সমাবেশ সফল করার লক্ষ্যে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে প্রস্তুতি ও পৃথক পথসভাসহ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ মোল্লা, সহসভাপতি মোস্তফা জালাল, হুমায়ুন কবির, আব্দুল মজিদ চান্দু, মনিরুজ্জামান খান, হাসি উদ্দিন আলম রুমি, মাহবুবুর রহমান, রওশন উদ্দিন, দারুল ইসলাম সোহেল প্রমুখ।

৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ : চট্টগ্রামের মহাসমাবেশ সফল ও স্বার্থক করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্দেশনায় ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলমের নেতৃত্বে ক, , গ ইউনিটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মো. সেলিম, মো. ইউছুফ, ছালেহ আহম্মদ, পতেঙ্গা থানা শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ আলী, ক ইউনিট সভাপতি জেবল আহম্মদ, খ ইউনিট সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন চৌধুরী, আশরাফ খোকন, হোসেন আজাদ, মো. হারুন, মো. শাহজাহান, শাহ আজিজ, আমির হামজা, জাহিদা আকতার প্রমুখ।

আওয়ামী লীগ নেতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামের জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর নেতৃত্বে গতকাল নগরীর নিউ মার্কেট, রেয়াজউদ্দিন বাজার, সদরঘাট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর নিলু নাগ, মো. মুসলিম উদ্দিন, সফিউল আজম বাহার, মাঈনুল হক লিমন, তপন রায়, কাজল কুমার চৌধুরী, মো. ইলিয়াছ, মো. মসিউর রহমান, শওকত ওসমান মুন্না, ডা. সজীব তালুকদার, রাজিব হাসান রাজন, লিটন মহাজন, মো. ওমর ফারুক, মো. আলী মিঠু, জাহিদুল হাসান, রাকিবুল হাসান রাকিব, ফয়সাল সাব্বির, শরিফুল ইসলাম শরিফ, শাহনেওয়াজ রাজিব, সৈয়দ ইবনে ডায়মন্ড প্রমুখ।

মহানগর যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাচ্ছেন মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন। বুধবার সন্ধ্যায় নগরীর পলিটেকনিক মোড় এলাকায় জনসভার লিফলেট বিতরণ পূর্ববর্তী পথসভার আয়োজন করা হয়। জনসভার আহ্‌বান জানিয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নুরুল হক মনির, মোঃ বেলাল উদ্দীন, জসিম উদ্দীন, শাহাদাত হোসেন রাকিব, আনিসুল ইসলাম সাজিদ, মাকমুদুল হাসান সুজন, মোঃ ইমন সরকার, ইয়াছিন আরাফাত বাপ্পী, কাম্বার হোসাইন রকি, মহিউল আলম, মহিম মিজান, নুরুল ইসলাম রিমু, শাহাদাত হোসেন শুভ, মোস্তাফিজুর রহমান শাওন, শেখ ফজলে রাব্বি, ইয়াসিন সামী, রিয়াজ উদ্দিন সানি, ওসমান গনি মনা, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘প্রতিষ্ঠা-আন্দোলনের’ একটি অজানা অধ্যায়
পরবর্তী নিবন্ধবিচারাধীন বিষয়ে সংবাদ : কী করা যাবে না, জানাল হাই কোর্ট