পর্যটন শিল্পের বিকাশ হলে পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়ন ঘটবে

বান্দরবানে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৬ পূর্বাহ্ণ

বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাস সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মাহাবুব আলী এমপি বলেন, পর্যটন শিল্পের বিকাশে পাহাড়ের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন হবে। পার্বত্য অঞ্চলের অনগ্রসর জাতীরা এগিয়ে যাবে অর্থনৈতিকভাবেও। পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞানীশ্বর মহাস্থবিরের ১৩৩তম জন্মজয়ন্তীতে নানা আয়োজন
পরবর্তী নিবন্ধমানবপ্রেমই ছিল জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবন দর্শন