জ্ঞানীশ্বর মহাস্থবিরের ১৩৩তম জন্মজয়ন্তীতে নানা আয়োজন

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৫ পূর্বাহ্ণ

প্রখ্যাত সাধক আর্য্যশ্রাবক জ্ঞানীশ্বর মহাস্থবিরের ১৩৩তম জন্মজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠান গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়। শুরুতে ছিল একক ধর্ম দেশনা। এতে ধর্ম দেশক ছিলেন চান্দগাঁও শাক্যমুণি বিহারের অধ্যক্ষ ভদন্ত এস লোকজিৎ থের মহোদয়।
১৮ ডিসেম্বর ভোরে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। এতে কর্মসূচির মধ্যে ছিল অষ্টপরিষ্কার ও মহাসংঘদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈষ্ঠ্যপুরা শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির। প্রধান ধর্ম আলোচক ছিলেন ড. অর্থদর্শী বড়ুয়া। উপস্থিত ছিলেন ভদন্ত অনুরুদ্ধ মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সাবেক সভাপতি ঝুলন
বড়ুয়া, বিহারের বর্তমান সভাপতি বিবেকানন্দ বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, অশোক বড়ুয়া বাবু, অনুজ বড়ুয়া ও অরূপ বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
পরবর্তী নিবন্ধপর্যটন শিল্পের বিকাশ হলে পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়ন ঘটবে