মানবপ্রেমই ছিল জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবন দর্শন

খোশরোজ শরীফের মাহফিলে সুজন

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৫৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ্‌ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯২তম খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন নগর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সভাপতি এম মাকসুদুর রহমান হাসনু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এতে বক্তারা বলেন, মানবতা, দয়া, মহানুভবতা ও সর্বজনীন মানবপ্রেমই ছিল বিশ্বঅলি শাহানশাহ্‌ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক) জীবন দর্শন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক পরিচালক (প্রশাসন) গবেষক মুহাম্মদ গোলাম রসূল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন, সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, অধ্যাপক ড. আল্লামা জাফর উল্লাহ, দিদারুল আলম চৌধুরী। সংগঠক মুহাম্মদ আশরাফুজ্জামান আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নুরুল করিম নুরু। অনুষ্ঠানে অতিথি ছিলেন শেখ মতিউর রহমান বাবুল, শেখ মাকসুদুর রহমান দুলাল, আবম খোরশিদ আলম খান, শওকত হোসাইন, এস এম শাহাবুদ্দিন আহমদ, মেজবাহ উদ্দিন, আশরাফ উদ্দিন ছিদ্দিকী, শামসুল ইসলাম, নাছির মুহাম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপর্যটন শিল্পের বিকাশ হলে পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়ন ঘটবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামস্থ ভোলাবাসীর অনুষ্ঠান