পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে দেশের অর্থনীতি

পর্যটন দিবসের আলোচনা সভায় সৈয়দ সিরাজুল ইসলাম

| বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্সের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি জিইসি মোড় বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ওয়েল পার্কের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে গতকাল সকালে ওয়েল পার্কের নবম তলায় সোনার বাংলা হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় পরিবর্তন ঘটছে পর্যটনশিল্প বিকাশের ফলে। বর্তমানে এ শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ আছে। কঙবাজারের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সমুদ্র সৈকত, চট্টগ্রামে প্রাকৃতিক প্রোতাশ্রয়ে গড়ে ওঠা বন্দর, প্রাকৃতিকভাবে গড়ে ওঠা দীর্ঘ সুন্দরবন রয়েছে আমাদের দেশে। যা বিশ্বের অন্য কোন দেশে তেমন একটা খুঁজে পাওয়া যাবেনা। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি, সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি।
সরকার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনা নিয়ে কাজ করছে। বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন শিল্প বিশেষ অবদান রাখছে। সরকার গৃহিত পদক্ষেপ বাস্তবায়িত হলে এবং পর্যটনের ব্যাপারে ব্যাপক গণসচেতনতা ও জাগরণ সৃষ্টি করতে পারলে অর্থনীতিতে বিশাল ইতিবাচক সাফল্য পর্যটন শিল্প হতেই আসতে পারে।
ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনছুর এর সভাপতিত্বে সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন রানা মজুমদার, মামুন আল রশিদ, মোহাম্মদ আবু কাইয়ুম, আবদুল মাবুদ, রিজুয়ানুল হক, খোরশেদ আলম, তানজির আমীর, মোহাম্মদ এমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্মসংস্থান না হওয়ায় যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে
পরবর্তী নিবন্ধইউএসটিসির একাডেমিক কাউন্সিলের সভা