পরীক্ষার্থীদের মোবাইল ব্যাগ নিয়ে উধাও হেল্পডেস্ক

চবি প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

হেল্পডেস্কের নামে প্রতারণার ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। ভর্তি পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থীর মোবাইল-ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উধাও হয়ে যায় প্রতারক চক্র।
এতে প্রতারিত হয়েছেন ৭ পরীক্ষার্থী। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিহীন হেল্পডেস্ক বসিয়ে পৃথক দুইটি স্থানে এমন প্রতারণার অভিযোগ উঠেছে এ চক্রের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা বারোটার দিকে সমাজবিজ্ঞান অনুষদের পাশে ও শহীদ আব্দুর রব হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বেশ কয়েকজন যুবক টোকেন দিয়ে তাদের ব্যাগ ও মোবাইল জমা রাখে। পরীক্ষার্থীরা হেল্পডেস্ক ও টোকেন দেখে বিশ্বাস করলেও পরীক্ষা শেষে বের হয়ে দেখেন জমা রাখা বুথ এবং লোকজন নেই।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, কয়েকজন ভর্তি পরীক্ষার্থী প্রতারণার শিকার হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সিসি ক্যামেরা দেখে শনাক্তের চেষ্টা করছি আমরা। এ নিয়ে পুলিশ, প্রক্টরিয়াল বডি ও গোয়েন্দা সংস্থার লোকেরা কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএ ইউনিটে উপস্থিতি ৬১ শতাংশ
পরবর্তী নিবন্ধ৪শ দিনের আন্দোলন ও নাগরিক সমাজ চট্টগ্রাম