এ ইউনিটে উপস্থিতি ৬১ শতাংশ

চবির ভর্তি পরীক্ষা শুরু

চবি প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৫৪ হাজার ১০৬ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নিয়েছে ৩৩ হাজার ১৪৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৬১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৫৭ জন। আগামী শুক্রবার সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার্থী ১১ হাজার ৬০ জন। গতকাল মঙ্গলবার সকাল এগারোটায় শুরু হয়ে বারোটায় শেষ হয় প্রথম শিফটের পরীক্ষা। এতে অংশ নেয় ১৭ হাজার ৬৫০জন শিক্ষার্থী। এরপর বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হয়। এতে অংশ নেয় ১৫ হাজার ৪৯৯ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ১৭টি কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের বাইরে হাটহাজারী কলেজে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন বলেন, ‘পরীক্ষায় মোট ৬১ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন, ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২০ আগস্ট বি ইউনিট, ২২ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগস্ট বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা হবে।

পূর্ববর্তী নিবন্ধনার্সের শ্লীলতাহানির অভিযোগ হাসপাতালের মালিক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপরীক্ষার্থীদের মোবাইল ব্যাগ নিয়ে উধাও হেল্পডেস্ক