পবিত্র রমজানের মহিমায় ভ্রাতৃত্যের বন্ধন আরো সুদৃঢ় করতে হবে

কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি ইফতার মাহফিলে এ এ মালেক

| সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:৪১ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল কাজির দেউড়িস্থ একটি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির প্রায় ছয় শতাধিক আজীবন সদস্য অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির সহসভপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সৈয়দ মো. মোর্শেদ হোসেন। ইফতার ও দোয়া মাহফিল কমিটির সদস্য সচিব সাইফুল আলম খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল হাশেম, আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব তৈয়বুুর রহমান।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক সমিতির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্যের বন্ধনকে পবিত্র রমজানের মহিমায় আরো দৃঢ় করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুর আলম মন্টু, শাহজাদা এনায়েত উল্লাহ খাঁন, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, খায়রুল ইসলাম ককসি, নিয়াজ মোহাম্মদ খাঁন, নূরুল আমিন খান, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, মোহাম্মদ সোলেমান খান, প্রফেসর আবু মো. রহিম উল্লাহ, মফিজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ হাফিজুর রহমান, ..ম ওয়াহিদ দুলাল, ফরিদ আহমেদ, মোহাম্মদ রাশেদুল আমিন, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ হারুন ইউসুফ, নওশাদ আলম চৌধুরী, চৌধুরী শামিম মোস্তফা, আবদুল জব্বার, সৈয়দ মোহাম্মদ খালেদ, জিয়া উদ্দিন আসিফ, সৌরভ বড়ুয়া রয়েল, এডভোকেট মাহবুবুল ইসলাম, মাহমুদ হাসান খান জগলুল, মোহছেন আলী মহসিন, মাঈনুল ইসলাম চৌধুরী, মাখন লাল দাশ, আবদুর রহিম আরসানী, কামরুল হাসান, সৈয়দ মফিজুর রহমান, আমান উল্লাহ আল কাদের, মহিউদ্দিন আহমদ চৌধুরী, শাহরিয়ার মাহমুদ খান, হামিদুর রহমান, আনোয়ারুল আনিস কাঞ্চন, রূপম পালিত, মো. আবুল ফয়সাল চৌধুরী, মঈনউদ্দিন মাহমুদ চৌধুরী শাকিল, হারুনুর রশিদ রিয়াদ, ইয়াসির আরাফাত, তানভির আহম্মদ রিংকু ও একরাম উল্লা রনি প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কমার্স কলেজের সকল প্রবীণ, অসুস্থ ও প্রয়াত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সমিতির সদস্যদের জন্য দোয়া ও মুনাজাত করা হয় । দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ কারী মোহাম্মদ সাইফুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা প্রশাসনের ‘হাইদগাঁও স্মার্ট ভিলেজ’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ
পরবর্তী নিবন্ধপূজা চেরীর মা মারা গেছেন