পবিত্র আশুরা পালিত

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

ধর্মীয় ভাব-গাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামেও পবিত্র আশুরা পালিত হয়েছে। মসজিদে মসজিদে মাহফিল, ইবাদত বন্দেগীতে মশগুল থাকে মুসল্লীরা।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে কারবালার স্মরণে তাজিয়া মিছিল করেছে চট্টগ্রামের শিয়া ইমামিয়া ইশনা আশারা সদরঘাট ইমামবারগাহ। ইমাম হোসাইনের (রা.) শাহাদাত বরণ উপলক্ষ্যে ১০ মহররম দিনটি শিয়া মুসলিমদের সবচেয়ে বড় শোক আর মাতমের দিন। গত ৯ আগস্ট বেলা পৌনে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়। মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। করোনার দুই বছর শোক জুলুস বন্ধ থাকার পর এবার আবারও ‘হায় হোসেইন হায় হোসেইন’ স্লোগানে মেতে উঠে শিয়া ভক্তদের মধ্যে। প্রতিবারের মতো নগরীর রাস্তায় আশুরার শোক ছড়িয়ে দিতে এদিন ‘মার্সিয়া জুলুস’ নিয়ে বের হয়েছিলেন শিয়া ইমামিয়া ইশনা আশারা জামাত।
আশুরার দিন বেলা ১১টায় শত শত মানুষের ভিড়ে বিশাল মাসায়েব মজলিশ অনুষ্ঠিত হয় সদরঘাট হোসাইনিয়া ইমাম বারগাহে। মাসায়েব মজলিশে ইয়াজিদী বাহিনীর হাতে ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসাইন। ‘আলাম’ ও ‘তাবুত’ সহকারে মার্সিয়া জুলুস (শোক মিছিল) নিয়ে রাস্তায় নামেন পুরুষ আজাদারেরা। মুসলিম উম্মাহকে কারবালার ইতিহাস স্মরণ করিয়ে দিতে যুগ যুগ ধরে এসব প্রতিকৃতির ব্যবহার করেন শিয়া মতাবলম্বীরা। এসময় বুক চাপড়ে সমবেতভাবে মার্সিয়া গাইতে থাকেন তারা। মার্সিয়া জুলুসটি কালী বাড়ি রোড হয়ে নিউমার্কেট পৌঁছালে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন মাওলানা আমজাদ হোসাইন। এ সময় তিনি মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধঅর্থ বিভাগ ও বিপিসির মধ্যে ৪ হাজার কোটি টাকার ফারাক
পরবর্তী নিবন্ধজ্বালানি তেল সঙ্কটের শঙ্কানাকচ করল বিপিসি