পদ্মা সেতু নিয়ে অনন্য গান

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৫১ পূর্বাহ্ণ

‘এ মোদের প্রাণের সেতু, স্বপ্নের পদ্মা সেতু/ এ আমার প্রাণের সেতু, উন্নয়নের ধুমকেতু’ এই শিরোনামে একটি অসাধারণ গান লিখেছেন গীতিকার ড. আব্দুল্লাহ আল মামুন। গানটি সুর করেছেন কন্ঠশিল্পী শাহরিয়ার খালেদ। গানটিতে গীতিকার এবং সুরকারের সাথে আরো কন্ঠ দিয়েছেন সানজিদা নিশাত হিমু, আকলিমা আক্তার মুক্তা, প্রত্যয় বড়ুয়া অভি ও প্রিয়া ভৌমিক। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সার্বিক তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং হয়। গানটির ভিডিওচিত্র ধারণও শেষ হয়েছে। বাংলাদেশ বেতার ইতিমধ্যে ধারণ করে প্রচার করছে।

গানটি সম্পর্কে গীতিকার ড. মামুন বলেন, প্রতিকূলতার মধ্যেও যে বাঙালি জাতি মাথা নত করেনা তারই অনন্য দৃষ্টান্ত হল এই পদ্মা সেতু। মুক্তিযুদ্ধে সম্পৃক্ত ছিলাম। দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই এই গানটি রচনা করেছি।

শিল্পী শাহরিয়ার খালেদ গানটি নিয়ে বলেন, স্বদেশের জন্য ভালোবাসার মাধুরী দিয়ে গানটি সুর করেছি। আশা করি সবার ভালো লাগবে গানটি। উল্লেখ্য, কালজয়ী গান ‘তোরে পুতুলের মতো সাজিয়ে’, ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’ এসব জনপ্রিয় গানের গীতিকার মামুন।

পূর্ববর্তী নিবন্ধনতুন রসায়ন
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ছিটমহল’