পতেঙ্গা মকবুল আহমেদ হাউজিং সোসাইটিতে সভা

অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহায়তা প্রয়োজন : ওসি

| রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৪ পূর্বাহ্ণ

‘আমরা নিরাপদ পতেঙ্গা গড়বো’ স্লোগানে পতেঙ্গা থানা এলাকা সিসিটিভির আওতায় আনার অংশ হিসেবে হাজী মকবুল আহমেদ হাউজিং সোসাইটি পরিচালনা কমিটির উদ্যোগে সোসাইটিতে ২৭টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। গত ৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন, সমাজসেবক ওয়াহিদ হাসান।
সোসাইটি পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শান্তর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সোলায়মান, সিরাজুল ইসলাম, মাইনুদ্দিন তালুকদার, কার্যকরী সভাপতি আবদুল মান্নান মিয়া, মহসীন, শাহআলম, আবুল বশর, তৌহিদুল ইসলাম, মারুফ উদ্দিন, সনজীব দাশ, মাহফুজুল রহমান প্রমুখ। পতেঙ্গা থানার ওসি বলেন, এলাকাবাসীর সহায়তায় ইতিমধ্যে পতেঙ্গা সী-বীচ সহ বিভিন্ন অংশে প্রায় ২০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যা অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে। জনগণ পাশে থাকলে পুরো পতেঙ্গা সিসিটিভির আওতায় আনা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদৃশ্যপট
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সম্মেলন