পটিয়া পৌরসভার ‘অমর একুশে সম্মাননা’ পেলেন ১৫ গুণীজন

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার উদ্যোগে ‘অমর একুশে সম্মাননা’ পেলেন ১৫ গুনীজন। গতকাল রোববার পৌরসভা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র মো. আইয়ুব বাবুল। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

আলোচক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলীম। সম্মাননা পাওয়া গুণীজনরা হলেন, সাহিত্য ও গবেষণায় আব্দুল করিম সাহিত্য বিশারদ (মরণোত্তর), ধর্মীয় শিক্ষায় মাওলানা নুরুল হক শাহ,(মরণোত্তর) লোকসাহিত্য আস্কর আলী পন্ডিত (মরণোত্তর), রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম আব্দুল হামিদুর রহমান (মরণোত্তর) সাংবাদিকতায় জালাল উদ্দিন আহমেদ, (মরণোত্তর) সমাজসেবায় সাইফুল আলম মাসুদ (এস.আলম), শিক্ষার প্রসার ও সমাজসেবায় খলিলুর রহমান (চেয়ারম্যান কেডিএস গ্রুপ), জনসেবায় সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ, নাট্যশিল্পে একুশে পদকপ্রাপ্ত আহমেদ ইকবাল হায়দার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুহাম্মদ শামসুল হক, যাত্রাশিল্পে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মিলন কান্তি দে, সাহিত্যে কবি মিনার মনসুর, আইন ও বিচারে প্রাক্তন প্রধান বিচারপতি ব্যারিষ্টার ফজলুল করিম, শিক্ষায় একুশে পদক প্রাপ্ত ড. অনুপম সেন, শিক্ষায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ডীন ও অধ্যাপক ডা. কাজী আহমদ নবী। আবৃত্তিকার গৌতম দাশের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কাউন্সিলর গোফরান রানা, শফিউল আলম, ছরওয়ার কামাল রাজীব, জসিম উদ্দিন, কাউন্সিলর বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াসমিন আক্তার চৌধুরী, পৌর সচিব নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, সহকারী প্রকৌশলী শাহজাহান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসতেজের শিশু সমাবেশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে উপজেলা আ.লীগের প্রস্তুতি সভ