পটিয়ায় শুরু হচ্ছে ভিশন সেন্টার

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীস্থ চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় পটিয়া পৌরসভায় শুরু হতে যাচ্ছে চক্ষু চিকিৎসা কেন্দ্র নামে আরো একটি ভিশন সেন্টার। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সাথে পৌরসভার একটি চুক্তি সম্পন্ন হয়। পটিয়া পৌরসভাস্থ কিচেন মার্কেটের মাল্টিপারপাস বিল্ডিংয়ে ভিশন সেন্টারের কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম চক্ষু হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মো. রুকনুন চৌধুরী (ব্যবস্থাপক, প্রশাসন) ও পটিয়া পৌরসভার পক্ষে পৌর মেয়র আইয়ুব বাবুল। চুক্তি স্বাক্ষরের কপি পৌর মেয়রকে তুলে দেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী। এ সময় পটিয়া পৌরসভার কাউন্সিলর, প্রকৌশলী ও কর্মকার্তবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতালের ব্যবস্থাপক প্রশাসন মো. রুকনুন চৌধুরী বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানোজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্চলে ভিশন সেন্টারের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আধুনিক যন্ত্রপাটি সমৃদ্ধ এই চিকিৎসা কেন্দ্রে নানাবিধ সেবামূলক কর্মকাণ্ড চালু থাকবে। এতে পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, পাহাড়তলী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ভিশন সেন্টারের কার্যক্রম শুরু হলে পটিয়াসহ আশপাশের উপজেলার মানুষের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহসুফি আহমদ কবির মাইজভাণ্ডারীর ওরশ আজ
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন