পটিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে অগ্নিসংযোগ মামলায় কারাগারে যুবক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পটিয়া থানাধীন ৮ নম্বর কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে অগ্নিসংযোগের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি হলেন ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা এলাকার মৃত আব্দুস সালাম প্রকাশ বাশির ছেলে আরিফ মাঈনুদ্দীন প্রকাশ রাসেল। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহম্মেদ ভূঞা এ আদেশ দেন। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর রাসেল নামের ওই যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরে পবিত্র হজ পালনের জন্য সে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে আজকে (গতকাল) আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে আমরা এর বিরোধিতা করি। শুনানি শেষে আদালত উক্ত আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আদালত সূত্র জানায়, গত ১৮ মে রাতে পটিয়ার ৮ নম্বর কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। এ ঘটনায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম রাসেলসহ ৬ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইনে মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি পৌরসভা বিএনপির সমাবেশ
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং প্রেসিডেন্সির দায়িত্ব্ব হস্তান্তর