নয় ওয়ার্ডে আ. লীগের পাল্টাপাল্টি কমিটি

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার ৮ নং হাশিমপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে গত ২১ সেপ্টেম্বর আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। একটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাবুল আলম বাবুল ও সাধারণ সম্পাদক আবদুর রহিম এবং অপরটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে মো. আইয়ুব আলী খান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহজাহানের স্বাক্ষর রয়েছে। এদিকে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে উত্তেজনা বিরাজ করছে হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। জানা যায়, উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকল্পে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য একটি সাংগঠনিক টিম গঠন করা হয়। উক্ত টিমের প্রধান সমন্বয়কারী আবদুল মালেক রানা জানান, হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হলেও তার সাথে কেউ যোগাযোগ করেনি। ইচ্ছেমতো কমিটি দিয়েছে তারা। তিনি জানান, বর্তমান ইউনিয়ন কমিটির বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। অথচ এ বিষয়ে আগামী শনিবার বসার কথা ছিলো। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি ঘোষণা করার পর হঠাৎ করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে কেউ পাল্টা কমিটি দিতে পারে না। এ ব্যাপারে বসে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ঘোষিত কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থাকলে সবার সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে