এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের উত্যক্ত করায় মো. রিদুয়ান (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার মো. ইউনুছের পুত্র। গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
তিনি জানান, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে রিদুয়ানসহ তার কয়েকজন বন্ধু মেয়ে পরীক্ষার্থীদের উত্যক্ত করছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে রিদুয়ানকে ঘটনাস্থলে থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে তার বন্ধুরা পালিয়ে যায়। এ সময় এক আনসার সদস্য আহত হন।
অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, থানার এসআই মামুন মিয়াসহ আনসার বাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সাথে ডাক্তারের কাছে গিয়ে ফিরলো না শিশুটি
পরবর্তী নিবন্ধনয় ওয়ার্ডে আ. লীগের পাল্টাপাল্টি কমিটি