ন্যায় ও সত্যের আদর্শকে সমুন্নত করেছেন ইমাম হোসাইন (রা.)

আনজুমান ট্রাস্টের কারবালা মাহফিলে ২য় দিনে বক্তারা

| মঙ্গলবার , ৯ আগস্ট, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র আশুরা ও আহ্‌লে বাইতে রসূল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিলের ২য় দিবস আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে গতকাল ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এস.এম.গিয়াস উদ্দিন শাকের, মোহাম্মদ এনামুল হক বাচ্চু, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ মনোয়ার হোসেন মুন্নাসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ। মাহফিলে বক্তা ছিলেন- হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী, হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল ক্বাদেরী ও মুদাররিস মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন ক্বাদেরী। বক্তারা বলেন- হযরত ইমাম হোসাইন (রা.) ন্যায় ও সত্যের পতাকা সমুন্নত রাখতে আপসহীন ছিলেন। তাঁদের আত্মত্যাগের কারণে ইসলামের মহিমা উজ্জ্বল হয়েছে, ইসলাম পেয়েছে নব চেতনা ও উজ্জ্বীবিত শক্তি। পক্ষান্তরে ইয়াজিদরা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তা কুঁড়ে। অন্যায়, অসত্য, অনৈতিকতা ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মাথা নত না করাই কারবালার মূল শিক্ষা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএনতেজার উদ্দীন আহমদ
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল