নৃত্যময়ী একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র নৃত্যময়ী একাডেমির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গত ৮ জুন সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য নৃত্যশিল্পী ও সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম (বাবু)। নৃত্যময়ী একাডেমির উপদেষ্টা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের পরিচালক স্বপন দাশ, নৃত্যবৃতির পরিচালক গোলাম মোস্তফা ববি। আবৃত্তি শিল্পী শ্রাবণী দাশগুপ্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নৃত্যময়ী একাডেমির পরিচালক ও প্রশিক্ষক (সঙ্গীত বিভাগ) বৈশাখী নাথ এবং পরিচালক ও প্রশিক্ষক (নৃত্য বিভাগ) সৌরভী নাথ। অনুষ্ঠানে একাডেমির অর্ধ শতাধিক শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দলীয় এবং একক সঙ্গীত ও নৃত্য। অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মনকে শুদ্ধ করে সঙ্গীত। সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়। অস্থির সময়ে শান্তির পরশ পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। এতে করে শিশুরা নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যত রচনা করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থানা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধধর্মপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নজরুল ইসলাম এমপির অনুদান