নীতি-নৈতিকতায় জীবনধারণই আমার ব্রত : মনজুর আলম

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, আর্তপীড়িতদের পাশে দাঁড়ানো আমার ইমানি দায়িত্ব। দুনিয়া ও আখেরাতের জন্য সৎ নিয়তে, সৎপথে উপার্জন ও নীতিনৈতিকতায় জীবনধারণই আমার ব্রত। যত দিন বাঁচব মানবসেবা করে যাব।

গতকাল জুমার নামাজের পর অস্বচ্ছল নারী পুরুষের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ এইচ এম ভবনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম। বক্তব্য রাখেন সমাজসেবক মো. সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম ও বাদশা আলম প্রমুখ।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (.) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ ইউনুচ রজভী। পরে সাবেক মেয়র এম মনজুর আলম তার ছেলে ও নাতিদের সাথে নিয়ে অস্বচ্ছল মানুষদের মাঝে খাবার ও অর্থ তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবারের যত্নে সহযোগী হয়ে এলো ‘পারফেক্ট কেয়ার’
পরবর্তী নিবন্ধস্বাধীনতা, বঙ্গবন্ধু ও অন্যান্য প্রবন্ধ গ্রন্থের প্রকাশনা উৎসব আজ