নির্মাণ আবৃত্তি অঙ্গনের আবৃত্তি পরিবেশনা

| শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৬ পূর্বাহ্ণ

‘সমপ্রীতির সংগ্রামে আমরা’ শিরোনামে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের একটি আন্দোলন দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে নগরীর বড়পোল বজ্রকন্ঠ চত্বরে আয়োজন করলো নির্মাণ আবৃত্তি অঙ্গন। সমপ্রীতির সংগ্রামে আমরা’র ব্যানারে আবৃত্তি অনুষ্ঠান ও কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এ.কে.এম. বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন খোকা, মাহবু্‌ব আলম আজাদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, নির্বাহী সদস্য সেলিম রেজা সাগর ও তাসকিয়াতুন নূর তানিয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্মাণ আবৃত্তি অঙ্গনের সভাপতি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মাহবু্‌ুবুর রহমান মাহফুজ। সভায় বক্তারা বলেন, মৌলবাদ, সামপ্রদায়িকতা, ধর্মান্ধতা, অমানবিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে মানবিকতা প্রতিষ্ঠা করতে হবে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন নির্মাণ আবৃত্তি অঙ্গন ‘জনক আমার স্বাধীনতা’ গ্রন্থনা ও নির্দেশনা সমুদ্র টিটু, মুজিব মহাবিজয়ের মহানায়ক গ্রন্থনা ও নির্দেশনা : দীপান্বিতা চৌধুরী, পরিবেশনায় কন্ঠনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্র, একক আবৃত্তি করেন নির্মাণ আবৃত্তি অঙ্গনের অর্নব বড়ুয়া, পুষ্পা সর্ববিদ্যা, তুলি চাকমা, মাহবুবা ছন্দা, বাপ্পী হায়দার, প্রমার আবৃত্তি শিল্পী এটিএম সাইফুর রহমান, নাজমুল আলীম সাদেকী, সুচয়নের আবৃত্তিশিল্পী তাইয়াস্‌সুক ইমরান, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের ফারুক আজম ও সুমাইয়া শাহরীন। বর্ণের সাইদুল করিম সাজু, কন্ঠনীড়ের দীপান্বিতা চৌধুরী, ত্রিতরঙ্গের আবৃত্তিশিল্পী সুজয় দে, শব্দনোঙরের আবৃত্তিশিল্পী সায়মা জান্নাত, সায়েম উদ্দীন ও নাসরীন হীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্মাণ আবৃত্তি অঙ্গনের সাধারণ সম্পাদক সমুদ্র টিটো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেন্টাল ইমপ্ল্যান্ট বেসিক কোর্সের সমাপনী
পরবর্তী নিবন্ধনৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল