নিরাপদ সড়ক চাই

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত ১৮ এপ্রিল, ২০২২ সকাল ৯ টার দিকে স্কুলে যাওয়ার পথে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া-বদরখালী সড়কের লালব্রীজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া জান্নাত জুলি। সন্তান হারানোর শোকে মা-বাবার পাগলপ্রায় অবস্থা। শোকে বিহ্‌বল স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং গ্রামবাসী। অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, ওভারটেক করার মানসিকতা, সংকীর্ণ রাস্তার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। অকালেই ঝরে যাচ্ছে সম্ভাবনাময় অনেক ভবিষ্যৎ। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ হাজার ২৮৪ জন। এছাড়াও শুধু মার্চে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৮৯ জনের। গত ৮ ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় একসাথে পাঁচ ভাইয়ের প্রাণ হারানোর ঘটনা সারাদেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। দিন দিন এভাবে সড়কে মৃত্যুর হার বাড়তে থাকলে ভয়াবহ অবস্থা ধারণ করবে। সরকারের যথাযথ পদক্ষেপ ব্যতীত এমন ভীতিকর অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব নয়। একই সাথে সরকারের পাশাপাশি জনগণকেও হতে হবে সচেতন। নিরাপদ সড়ক এখন দেশের মানুষের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।
মোঃ শাকেরুল ইসলাম
চকরিয়া, কক্সবাজার।

পূর্ববর্তী নিবন্ধজালালাবাদ যুদ্ধ: বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মাইলফলক
পরবর্তী নিবন্ধআসুন সবাই মিলে হাসি