আসুন সবাই মিলে হাসি

জিএম শহীদ | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

মাহে রমজানের সম্মানে সমগ্র মহাবিশ্ব শির নুয়ে দেয়, তোলে নেয় হৃদয়ে গভীর ভালোবাসা আদব, যার ফলস্বরূপ রব খুশি হয়ে উপহার দেয়, ঈদুল ফিতরের মতো একটি ঈদ যেখানে মানবতার মেল বন্ধনে আবদ্ধ থাকতে পারে সমগ্র জাতি। সকালের প্রথম প্রহরে সূর্য উঠার আগে, গোসল করে, নতুন প্রহরে নতুন জামা পরে ঈদগাহ মাঠে জমায়েত হবে সকলে। কারো চকচকে জামা, কারো চোখ ধাঁধানো রঙ বেরঙের পাঞ্জাবি, কারো টাই সুট কোট, উদ্দেশ্য রবের মেহেরবানী পাওয়া, একটা সমৃদ্ধির আগামী পাওয়া যেখানে সমস্ত মানবজাতি হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসার বন্ধনে অটুট থাকতে পারে মূলত তারই প্রধান নিয়ামক হলো ঈদের নাম। এই ঈদ তো প্রতি বছর আসে কিন্তু ঈদের প্রকৃত সুখ সমৃদ্ধি আনন্দ বার্তা আমাদের থেকে বর্তমানে অনেক দূরে। ইতিমধ্যে সম্মুখ ঈদকে সামাল দিতে, আমরা প্রতিনিয়ত ব্যয় করতে যাচ্ছি, হাজারো হাজার টাকা। উপলক্ষ ঈদ, একটা দিন মাত্র। হাজার টাকার রঙিন চশমা, হাজারো টাকার রঙিন পোশাক এর শতো নয় হাজার ভাগের একটা ভাগ। আমরা চাইলে পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি, যাদের আল্লাহ পাক সামর্থ দেননি চোখ ধাঁধানো পোশাক পরে ঈদ জামাতে যাওয়ার। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে ঈদ উপলক্ষে এটা স্বভাবিক, কিন্তু আমাদের আশেপাশে এমন ও কিছু অসহায় মানুষ রয়েছে যারা খুবই দুর্বল, বর্তমান সময়ে দেশের নিত্যপণ্যের যা অবস্থা তারা সংসার টানা প্রবল স্রোতের প্রতিকূলের বিপরীতে নৌকার দাড় টানার মতো অবস্থা, রঙিন জামা তো আসমান ছোঁয়ার কল্পনা ভাবাও যায় না! তারা হোক না যতই ফ্যাকাশে, অজপাড়া, অবহেলিত জনপদের কিন্তু আমাদের মনে রাখতে হবে।
আসুন ঈদের দিন আমরা উঁচু নিচু বৈষম্য ভুলে সকলে এক সাথে প্রাণ উচ্ছ্বাসে হাসি, গলাগলি করি পরস্পর পরস্পরের, সমস্ত পাড়া মহল্লার আবালবৃদ্ধবনিতা সকলে জড়িয়ে আলিঙ্গন করি মুছে দেয় অহমিকা। হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে নিঃস্বার্থ ভালোবাসি মানুষকে, বজ্র কণ্ঠে একই সুরে গেয়ে উঠি আমরা সকলে মানুষ। আমরা একে অপরের।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সড়ক চাই
পরবর্তী নিবন্ধমনকে শক্ত করো জয় তোমার হবেই