নিবেদন শিল্পী সংসদের দুই যুগ পূর্তি উৎসব

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

নিবেদন শিল্পী সংসদের দুই যুগ পূর্তি উৎসব বর্নিল আয়োজনে গত ৮ মার্চ নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উৎসবের উদ্বোধন করেন মহামুনি তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া।

পিএইচপি ফ্যামিলির পরিচালক তৈমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। প্রধান আলোচক ছিলেন পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী রানা বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক সঞ্চয়ন বড়ুয়া, প্রকৌশলী টিটু বড়ুয়া, বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নিপা, পদ্মমিতা বড়ুয়া মিতুর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সঙ্গীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দী টিটু।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুজয়া চাকমা, সুদীপ্তা চাকমা, অভয় বড়ুয়া, অনিন্দিতা বড়ুয়া, শ্রাবণ বড়ুয়া (চাকমা ভদ), সায়ন্তী বড়ুয়া,পদ্মমিতা বড়ুয়া, দেবস্মিতা পাল, দেবদীপ্ত পাল, আনুশকা পাল, প্রাচী মুৎসুদ্দি, এহসাস রহমান গুড্ডু, দীঘি বড়ুয়া, রূপা বড়ুয়া, অন্বেষা বড়ুয়া, তুষ্টি বড়ুয়া, কৃষ্টি দাশ, রিমা দত্ত, রিতু দত্ত, আদ্রিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া (বাতাসী), পূজা রায়, অর্ক নাথ (বউরগা) সৃজন মুৎসুদ্দি প্রত্যয় ও অক্ষর দাশ। নৃত্য পরিবেশন করেনসৃজিতা মুৎসুদ্দি, সুজয়া চাকমা, অন্বেষা ও তুষ্টি। একক আবৃতি করেনবাচিক শিল্পী কবি শ্রাবন্তী বড়ুয়া নিপা। যন্ত্রানুসংগে ছিলেনতপন আচার্য, অয়ন দাশ, প্রনব ভট্টাচার্য (ঠউর দা) ও মোঃ সোহেল। শেষে ২০২৩ সালের নভেম্বরে বিটিভি ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত নজরুল সংগীতের চূড়ান্ত অডিশনে পাশ করে তালিকাভুক্ত হওয়ায় নিবেদন শিল্পী সংসদের পক্ষ থেকে অনন্যা বড়ুয়া বাতাসীকে অভিনন্দন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কেটে সাবাড়
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করব