নিজের ব্যাটিং পজিশন এগিয়ে আনার অনুরোধ করবেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

একজন অল রাউন্ডার হিসেবে যা দেওয়ার সেটা দিতে পারছেননা সাইফউদ্দিন। কারন তাকে যখন ব্যাটিং যে নামানো হয় তখন আসলে তার করার কিছু থাকেনা। তাই আজ থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগে নিজের ব্যাটিং পজিশনকে এগিয়ে আনতে অনুরোধ করবেন টিম ম্যানেজম্যান্টকে। যদিও ঢাকা লিগে তারকায় ঠাসা দল আবাহনী। সেখানে পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করার সুযোগ হয়তো তার হবে না। তবুও অন্তত দুই-একটা ম্যাচে হলেও ব্যাটিং অর্ডারে আফিফ হোসেনের আগে নামানোর জন্য টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবেন এই পেস বোলিং অলরাউন্ডার। শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লাগার পর আর বোলিং করতে পারেননি সাইফ। তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পান তাসকিন আহমেদ। সতর্কতার অংশ হিসেবে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও খেলা হয়নি সাইফের। টি-টোয়েন্টি সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ। সাইফুদ্দিন বলেন তার শরীরের অবস্থা বেশ ভাল। যদিও শেষ ওয়ানডেটাও খেলতে পারতেন তিনি। তবে ফিজিও ঝুঁকি নেননি তাই খেলতে পারিনি। শ্রীলংকা সিরিজের সময় সাইফ বলেছিলেন, জাতীয় দলে পাঁচ-ছয় নম্বরে ব্যাটিং করতে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাত নম্বরের ওপরে ব্যাটিংয়ের সুযোগ এখনও তার হয়নি। এবার আবাহনীর হয়ে সুযোগ হবে সে সম্ভাবনাও দেখছেন না। তবে সুযোগ পেলে তা কাজে লাগাতে চান। সাইফউদ্দিন বলেন সুযোগ আসবে না এটাই বাস্তবতা। ঘুরে-ফিরে সাতেই ব্যাট করতে হবে। অবশ্যই টিম ম্যানেজমেন্ট আফিফের আগে আমাকে নামাবে না। তারপরও এক-দুইটা ম্যাচে সুযোগ দেওয়ার জন্য তাদের অনুরোধ করব। যদি দল সুযোগ দেয় তাহলে গতবারের মত অবদান রাখার চেষ্টা করব। তবে আমি ওপরে খেলতে আগ্রহী। বোলিং এর পাশাপাশি সাইফউদ্দিনের লক্ষ্য ব্যাট হাতে ফিনিশারে ভূমিকা পালন করা। আর এই জায়গায় উন্নতির জন্য পর্যাপ্ত সুযোগ চান তিনি। তবে সে জন্য সবচাইতে বেশি দরকার সুযোগ। আর সে সুযোগটাই চান সাইফ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধকাতারের গরম দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা ফুটবলারদের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল