নিউ ইয়র্কে সালমান রুশদির ওপর হামলা

| শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

স্যাটানিক ভার্সেস উপন্যাসের জন্য বছরের পর বছর ধরে হত্যার হুমকি পেয়ে আসা ব্রিটিশভারতীয় ঔপন্যাসিক সালমান রুশদি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে আক্রান্ত হয়েছেন। বিবিসি জানিয়েছে, শুক্রবার শাটাকোয়া ইনস্টিটিউটে বক্তৃতা করতে গিয়েছিলেন বুকারজয়ী এই লেখক। তাকে যখন পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল, তখনই এক লোক দৌড়ে স্টেজে উঠে তার ওপর হামলা চালায়। খবর বিডিনিউজের।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি লিখেছে, রুশদিকে হয় ছুরি মারা হয়েছে, নয়ত ঘুষি মারা হয়েছে। তিনি কতটা আহত হয়েছেন, তা স্পষ্ট নয়। সোশাল মিডিয়ায় আসা এক ভিডিওতে দেখা যায়, ওই ঘটনার পরপরই দর্শকশ্রোতারা দৌড়ে মঞ্চে উঠে যান। হামলাকারীকে তারা ধরে ফেলেন।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ড গেলেন গোটাবায়া থাকতে পারবেন তিন মাস
পরবর্তী নিবন্ধক্যালিফোর্নিয়ায় ফায়ার টর্নেডো