নিঃস্বার্থ অনুভূতিটুকুই ভালোবাসা

টুম্পা ভট্টাচার্য | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

ভালোবাসা খুঁজলে ভালোবাসা পাওয়া যাবে তার নিশ্চয়তা হয়তো পাওয়া যায় না কিন্তু ভালোবাসা কি না বুঝে জীবন কাটিয়ে যাওয়া অনেকটা বাঁচার জন্য বেঁচে থাকার মতো। কিন্তু আসল কথা তো এই যে, এই ভালোবাসাটাই বা কি? কিছু চাহিদা? কিছু প্রাপ্তি? কিন্তু চাহিদার প্রাপ্তি ঘটলেই তো আনন্দের সমাপ্তি ঘটে। তবে তো ভালোবাসার সমাপ্তি যে ঘটে না। আর যেটা ঘটে সেটা ভালোবাসা নয় কিছু চাহিদার সমাপ্তি ঘটে। আমরা এই দুইএর মাঝে সব গুলিয়ে ফেলি।যারা ভালোবাসা খুঁজে তাদের সংগ্রামটা হয়তো একটু অন্যরকম, কষ্টও অনেক বেশি কিন্তু সত্যিকারের ভালোবাসাটা তাদের নিজের ভিতরে থাকে যারা ভালোবাসা খুঁজে।ওই ভালোবাসাকে খুঁজতে খুঁজতে একদিন আবিষ্কার করতে পারে নিজের ভিতরের এক অসীম ক্ষমতা যেটা তার নিজের জন্যই রয়েছে। হাজারো ব্যস্ততা, দীর্ঘ সংগ্রাম, বাস্তবিক যন্ত্রণার দিন শেষে, যে রাতে দু’ঘন্টা ঘুমাতে ঘুমাতে পরের দিনের কাজের রুটিনটা ঠিক করে তার জন্য পরের দিন বাঁচার ভরসাটুকু ভালোবাসা। যে কি হবে? কি পাবে? না জেনেও দিনের পর দিন তার কর্তব্য কাজ নিঃসন্দেহে শেষ করে, সেই সততাটুকুই ভালোবাসা। যে জীবনের শেষদিন অব্দি প্রতীক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থাকে যে তার প্রাপ্যবস্তুটুকু ঠিকই সৃষ্টিকর্তার হেফাজতে আছে সেই নির্মল আস্থা আর ধৈর্যটুকুই ভালোবাসা। যে কিছু প্রকাশ না করেও মনে মনে ঠিকই ভেবে যায় সেই নিঃস্বার্থ অনুভূতিটুকুই ভালোবাসা। যে নিজে কঠিন থেকে কঠিন অবস্থায় থেকেও সবার পাশে থাকতে চেষ্টা করে, সবার মঙ্গল কামনা করে সেই চিন্তা সেই উপলব্ধিটুকুই ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা ভালোবাসা
পরবর্তী নিবন্ধআবেগ নয় -চাই মনুষ্যত্বের সাধনা